Standard Post with Gallery

HONORABLE MINISTER

হাজীগঞ্জ উপজেলা উত্তরে চাঁদপুর জেলার, কচুয়া উপজেলা অবস্থিত। এছাড়া দক্ষিণে নোয়াখালী ও লক্ষীপুর জেলার চাটখিল ও রামগঞ্জ উপজেলা,পূর্ব দক্ষিনে শাহরাস্তী উপজেলা, পশ্চিমে চাঁদপুর মডেল থানা অবস্থিত।

হাজীগঞ্জ উপজেলার বর্তমান আয়তন ১৮৯.৯ বর্গ কিলোমিটার। এখানে ১০টি ইউনিয়ন পরিষদ, ১৪৭ টি মৌজা এবং ১৪৭ টি গ্রাম আছে। হাজীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেনীভুক্ত পৌরসভা। এটি ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত। এটি নির্বাচনী এলাকা ২৬৪ ,চাঁদপুর-৫ এর অন্তর্ভুক্ত।

প্রধান নির্বাহী কর্মকর্তার বার্তা

হাজীগঞ্জ উপজেলা উত্তরে চাঁদপুর জেলার, কচুয়া উপজেলা অবস্থিত। এছাড়া দক্ষিণে নোয়াখালী ও লক্ষীপুর জেলার চাটখিল ও রামগঞ্জ উপজেলা,পূর্ব দক্ষিনে শাহরাস্তী উপজেলা, পশ্চিমে চাঁদপুর মডেল থানা অবস্থিত।

হাজীগঞ্জ উপজেলার বর্তমান আয়তন ১৮৯.৯ বর্গ কিলোমিটার। এখানে ১০টি ইউনিয়ন পরিষদ, ১৪৭ টি মৌজা এবং ১৪৭ টি গ্রাম আছে। হাজীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেনীভুক্ত পৌরসভা। এটি ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত। এটি নির্বাচনী এলাকা ২৬৪ ,চাঁদপুর-৫ এর অন্তর্ভুক্ত।

নগরবাসীর প্রতি আহ্বান

 ১। নিয়মিত সিটি কর ও পানির বিল পরিশোধ করুন।

 ২। পৌরসভা  নির্ধারিত স্থানে/ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলুন।

 ৩। আপনার বাড়ির আঙ্গীনা আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন ।

 ৪। ভবন/বাড়ীর সামনে আপনার বাড়ীর হোল্ডিং নম্বর ব্যবহার করুন।

 ৫। পৌরসভা  অনুমোদিত প্লান ছাড়া অবকাঠামো/ইমারত নির্মাণ থেকে বিরত থাকুন।

 ৬। অনুমোদিত প্লানের শর্তসমূহ যথাযথ ভাবে মেনে নির্মাণ কাজ করুন।

 ৭। ফুটপাত অবৈধ দখল থেকে বিরত থাকুন, জনগণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখুন।

৮। রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী ও অবৈধ দোকান-পাট রেখে চলাচলের বিঘœ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

 ৯। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়মিত নবায়ন করুন এবং  ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করুন।

১০। আপনার জন্ম নিবন্ধন সনদ গ্রহন করুন ও মৃত্যু সংবাদ সিটি কর্পোরেশনে নিবন্ধন করুন।

১১। আপনার বাড়ির আঙ্গীনার খোলা জায়গায় বৃক্ষ রোপন করুন।